ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির জন্য তিনদিন সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হঠৎ ভর্তির সময় কমিয়ে দেয়ায় বিচিত্র ধরনের ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। ব্যাংকে টাকা জমা দিতেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তিন দিনের মধ্যে ভর্তি সময় বেধে দেয়া অবিবেচক সিধান্ত বলে অভিযোগ অভিভাবকদের।
জনতা ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসএসসি শাখার সামনে এই দীর্ঘ সারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জমা দিতে আসা হাজার হাজার শিক্ষার্থীর। এই লাইন টিএসসি থেকে দোয়েল চত্বরে গিয়ে ঠেকেছে।
শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি ফি জমা দিতে পারলেও বিভাগ এবং হলের ফি জমা দিতে হচ্ছে ব্যাংকে এসে। এতেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।
ভর্তি ফি, বিভাগের ফি, হলের ফি আলাদা করে নেওয়ায় ভোগান্তি বেড়েছে বলে জানান শিক্ষার্থীরা। এসব একসঙ্গে অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা দাবি জানান এসব শিক্ষার্থী।
জুন মাসের ১৫ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ছিল ভর্তি হওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু ১৫ই জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় সেই সময় কমিয়ে ১০ থেকে ১২ই জুন করার নোটিশ পেয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন তারা।