গাজীপুরের জয়দেবপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনে ধাক্কা দিয়েছে আরেকটি যাত্রীবাহী ট্রেন। এতে যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বগি। আহত হয়েছে দুই লোকোমাস্টার, তাদের দুই সহযোগীসহ কয়েকজন। এতে বন্ধ রয়েছে জয়দেবপুর-ময়মনসিংহ এবং জয়দেবপুর-টাঙ্গাইল রুটে ট্রেন চলাচল।

শুক্রবার (তেসরা মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে গুরুতর আহত দুই চালক ও তাদের দুই সহযোগীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়দেবপুর স্টেশনে তেলবাহী ট্রেনটি অপেক্ষমাণ ছিল। এ সময় ঢাকা-টাঙ্গাইলগামী একটি আন্তঃনগর ট্রেন একই লাইনে এসে অপেক্ষমাণ ট্রেনটির পেছনে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি দুমড়ে-মুচড়ে যায়।

এদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলোর ভিতরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে কোনো হতাহত ব্যক্তি রয়েছে কিনা মূলত সেটাই দেখছেন তারা। তবে এখনও কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।