গাজীপুর সিটিতে ভোট শান্তিপূর্ণ হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, কারও কোন অভিযোগ এখনও পায়নি ইসি। তিনি জানান, ভোটের সময় চার হাজারেরও বেশি সিসিটিভি’র ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে।

এছাড়াও ছিল সার্বক্ষনিক মনিটরিং ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ। এই নির্বাচন কমিশনারের ধারণা, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে।

তিনি জানান, সার্ভার জটিলতার কারণে কিছু কেন্দ্রে ভোট গ্রহণে বিলম্ব হয়েছে। ভোটের ফল কখন জানা যাবে, এমন প্রশ্নে কমিশনার জানান, এটা আগেভাগে বলা সম্ভব না।