রাজধানীতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত এই তিন দিন বৃষ্টি হয়েছে। আকাশও ছিল মেঘলা। এমন পরিবেশে সাধারণত বায়ুদূষণের মাত্রা কম থাকে। তারপরও আজ সকালে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২২ মার্চ) সকালে ঢাকার বায়ু বিশ্বের সবচেয়ে দূষিত। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, রাজধানী ঢাকা ১৯০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৮৪ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় রয়েছে কাজাকিস্তানের আস্তারা শহর, ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৭৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সেনেগারের ঢাকার শহর এবং ১৭৩ স্কোর নিয়ে পঞ্চম নেপালের কাঠমান্ডু।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর‘, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। ২০২৩ সালে এই মেগা সিটি সারা বিশ্বে বায়ু দূষণে শীর্ষে অবস্থান করে। ঢাকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। তবে এবার শীতকাল চলে গেলেও এখনো বায়ুর মানে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।