গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (৩রা অক্টোবর) সকালে তারা মহাসড়কে অবস্থান গ্রহণ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

এদিকে, সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মহাসড়কের দুইপাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গাজীপুরের বেশির ভাগ কারখানার সামনে লেখা আছে ‘শ্রমিক নিয়োগ বন্ধ’। মাসের ১-৫ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করেন।

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। তাদের বেশ কিছু দাবি মেনে নেয়া হলেও, অনেক কারখানার শ্রমিকেরা পুনরায় রাজপথ দখল করে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অবরোধ করছেন সড়ক।

এদিকে, বুধবার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা বার্ডস গ্রুপের শ্রমিকরা সেনাবাহিনীর আশ্বাসে ৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে। ফলে গতকাল দুপুর থেকে যানবাহন চলাচল আবার শুরু হয় এবং ঢাকা-টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সচল হয়।