রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে আওয়ামী লীগ গুম-খুনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ক্ষমতায় টিকে থাকতেই আইএমএফ এর শর্তপূরণে গ্যাস-বিদ্যুতের পর সারের দাম বাড়িয়েছে বলেও দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (বুধবার) চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে দলের নেতারা জানান, জনগণ জেগে উঠতে শুরু করেছে। ঐক্যবদ্ধ প্রতিরোধেই ক্ষমতাসীনদের বিদায় করা হবে।
সরকার বিরোধী আন্দোলনে নিখোঁজ, নিহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন দলের সিনিয়র নেতারা।
এসময় বিএনপি’র নীতি নির্ধারক নেতারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে তাদের ৭০০ নেতাকর্মী নিখোঁজ ও সহস্রাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছে। নিবর্তণমূলক আইনে ভর করে বিরোধী মতকে দাবিয়ে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
সেলিমা রহমান বলেন, কালো আইন করে বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে। এসব আইন বাতিল করতে হবে। স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত করে সরকার ডিজিটাল আইনের নামে বিরোধীদলের নেতাকর্মীদের তুলে নিচ্ছে, নির্যাতন করা হচ্ছে। সরকারবিরোধী যে আন্দোলন গড়ে তোলা হচ্ছে এরমাধ্যমে সরকারকে বিদায় করা হবে।
নজরুল ইসলাম খান বলেন, উন্নয়নের ফাঁকা বেলুন ফুটো করে দিয়েছে নিখোঁজ নেতাকর্মীদের সন্তানের আহাজারি। বাংলাদেশের মানুষের কথা না শুনে সরকার আইএমএফ এর কথা শুনে গ্যাস বিদ্যুৎ এর দাম বাড়ানো হচ্ছে। পরিণতি ভালো হবে না। মানুষ কষ্টে আছে, অবজ্ঞা করবেন না।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার মানুষের সমস্যা সমাধানের বদলে বিদেশে টাকা পাচারেই ব্যস্ত। গ্যাস-বিদ্যুতের পর সারের দাম বাড়ানোয় ক্ষোভ জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্দোলনের মাধ্যমেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান মির্জা ফখরুল।