হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ওই উপজেলার ডুবাই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। তারা চাঁদপুর জেলার বাসিন্দা। নিহতের মধ্যে একজন প্রকৌশলী। বাকি তিনজন শ্রমিক।

এ বিষয়ে বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, গ্যাসের চাপ পরিক্ষার সময় সকাল ৯টার দিকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কারখানা চাল উড়ে যেতে দেখা যায়। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশপাশের গ্রামের বাড়িঘরে আতঙ্ক দেখা দিয়েছে।

জালালাবাদ গ্যাস হবিগঞ্জ অফিসের ম্যানেজার মুরাদ হোসেন জানান ওই কারখানায় এখনো গ্যাস সংযোগ দেয়া হয়নি। কোম্পানি নিজেরাই  সিলিন্ডারের মাধ্যমে রেগুলেটরি মিটারিং ষ্টেশনে (আরএমএস) পরিক্ষা করার সময় এ ঘটনা  ঘটে।