হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বর্তমানে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (৭ই এপ্রিল) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ্ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রি. জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব.) অধীনে চিকিৎসাধীন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তার চিকিৎসার দেখভাল করছেন। তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান করছি।
জাহাঙ্গীর আলম মিন্টু আরও বলেন, ৮১ বছর বয়সি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিডনি ডায়ালাইসিস করতে হয়। কিডনির সমস্যার পাশাপাশি অন্যান্য জটিলতা এখন সৃষ্টি হয়েছে। সবকিছু মিলিয়ে এখন অবস্থা জটিল। তবে অবস্থা স্থিতিশীল আছে।
উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েক দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত।