গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনকে আসামী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান। অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার তারিক আহমেদ সিদ্দিকী, মেজর জেনারেল জিয়াউল আহসান।

পরে সাংবাদিকদের হাসিনুর রহমান জানান, দুই দুই বার ডিজেএফআই তাকে গুম করেছিলো। ডিজিএফআই এর তৎকালীন প্রধানের সঙ্গে দ্বন্দ্বের কারণে ২০১২ সালে চাকুরিচ্যুত হবার পরে তিনি প্রথম গুম হয়েছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে দ্বিতীয়বার গুম হন হাসিনুর।

এক বছর ছয় মাস ১৪ দিন আয়না ঘরে বন্দী ছিলেন বলে জানান তিনি। সেখানে অমানুষিক নির্যাতন করা হয় তার উপর। তাকে হত্যার পরিকল্পনা করেছিল বলেও জানান। গুমের ঘটনায় ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করেন সাবেক এই সেনা কর্মকর্তা। র’ এর সাথে কাজ করতে রাজি না হওয়ায় তাকে গুম করা হয়েছিলো বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।