ঢাকার গুলিস্তানে ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে’ আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, ‘নয়টি ইউনিটের প্রচেষ্টায় ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।