শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রবিবার (১০ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উভয়পক্ষের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনর আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ রবিবার (১০ সেপ্টেম্বর) গুলিস্তান জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এবার একই স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত, ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ, সময় দুপুর ১২টায়, স্থান: গুলিস্তান জিরোপয়েন্ট, আয়োজনে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সংক্রান্ত একটি পোস্টারও শেয়ার করেন তিনি।
এরআগে শহীদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রবিবার বিকেল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ।
শুক্রবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ডাক দেওয়া হয়। এর পাশাপাশি একটি পোস্টার শেয়ার করা হয়। এতে লেখা হয়েছে, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’।