রাষ্ট্রীয় গোপন নথি বেআইনিভাবে নিজের কাছে রেখে দেয়ার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার একজন ফেডারেল জজ তাকে এই মামলা থেকে অব্যাহতি দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প। ওই সময় তিনি রাষ্ট্রীয় কিছু অতিগোপন নথি বেআইনিভাবে নিজের আয়ত্বে রেখে দেন। এই নথিগুলো বেআইনিভাবে রাখার অভিযোগে ট্রাম্পকে বেশ কিছু অভিযোগের মুখোমুখি হতে হয়। কাগজপত্র ফেরত পেতে এফবিআই’র প্রচেষ্টাতে বাধা দেয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

তবে বরাবরের মতো নিজেকে নির্দোষ দাবি করে ট্রাম্প আদালতে আবেদন করেন। বলেন, এমন  কোনও কাজ তিনি করেননি। এবার বিচারক জানালেন, ট্রাম্প এই মামলা থেকে রেহাই পেয়েছেন। কেননা মামলার প্রসিকিউটর হিসেবে বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের নিয়োগ আইন মেনে হয়নি।

তবে জানা গেছে, গুরুত্বপূর্ণ মামলা থেকে যে বিচারক অব্যাহতি দিয়েছেন তিনি স্বয়ং ট্রাম্পের নিযুক্ত ডিস্ট্রিক্ট জজ। ট্রাম্পের মেয়াদকালে নিয়োগ পেয়েছিলেন বিচারক এলিন ক্যানন।

ট্রাম্প এমন সময়ে এই সুখবর পেলেন যখন নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার কারণে তার জনপ্রিয়তা কয়েকগুণ বেড়ে গেছে।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভায় গুলি চালানো হয়। এতে ট্রাম্প বেঁচে যান কিন্তু তার ডান কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়। ডান কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন ট্রাম্প।