গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।  এ সময়  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানী,  তার স্ত্রী ও গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্মাসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

যাবার পথে সদর উপজলোর ঘোনাপাড়া মোড়ে র্পূবে লাগানো আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছিড়তে থাকেন মটর সাইকেল শোভাযাত্রায় অংশ নেয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে বিবাদ সৃষ্টি হয় নেতাকর্মীদের।

গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, আহত ৩৫

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জানা যায়, আহতদের মধ্যে এস. এম জিলানী ও তার স্ত্রী রওশন আরা রত্মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আর ১৬জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং ৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।