আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭৯ জন।
স্পিন বোলদাক শহরটির অবস্থান আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে। স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসমারিক এবং একটি বড় অংশই নারী ও শিশু।
১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা সংঘর্ষের পর দুই দেশের সেনাবাহিনী সাময়িক যুদ্ধবিরতিতে গিয়েছিল, যা ১৭ অক্টোবর দুপুরে শেষ হয়। তার কিছুক্ষণের মধ্যেই এ হামলা ঘটে।
স্থানীয় সূত্রগুলো জানায়, স্পিন বোলদাকের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে কয়েক দফা বোমা বর্ষণ করা হয়। হামলার পর বহু পরিবার গৃহহারা হয়েছে, হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড়।
এক আহত ব্যক্তি, হাজি বাহরাম, আফগান গণমাধ্যমকে বলেন, “আমি জীবনে এমন নির্মমতা কখনও দেখিনি। যারা নিজেদের মুসলমান বলে দাবি করে, তারা নারী-শিশুদের ওপরও হামলা চালিয়েছে—এটা অকল্পনীয়।”
হামলার ঘটনায় আফগানিস্তানের স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন এবং সীমান্তে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছেন।