রিয়াল মাদ্রিদের জার্সিতে আনুষ্ঠানিক অভিষেক হয়েছে কিলিয়ান এমবাপ্পের। বুধবার রাতে পোল্যান্ডের ওয়ারসা স্টেডিয়ামে আটালান্টার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে তাকে শুরুর একাদশে রাখেন কার্লো আনচেলত্তি। আনুষ্ঠানিক অভিষেক ম্যাচে গোলও করেছেন তিনি। রিয়াল মাদ্রিদ ২-০ গোলের জিতে শিরোপা দিয়ে মৌসুম শুরু করেছে।

ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোর সঙ্গে কিলিয়ান এমবাপ্পে। কীভাবে একাদশ সাজাবেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি? রসায়ন কতটা জমবে; তা দেখতে মুখিয়ে ছিলেন ভক্তরা। ভিনিকে লেফট উইঙ্গে এবং রদ্রিগোকে রাইট উইঙ্গে রেখে একাদশে সাজান রিয়ালের ইতালিয়ান কোচ। এমবাপ্পেকে খেলান সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে। জুড বেলিংহাম ছিলেন প্লে মেকার।

বুধবার (১৪ আগস্ট পোল্যান্ডের ওয়ারশে আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি ফেদে ভালভার্দের। উরুগুইয়ান তারকাই ৫৯ মিনিটে লিড এনে দেন লস ব্লাংকোদের। ভিনিসিউস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি।

৬৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এবার বলে যোগানদাতা জুড বেলিংহ্যাম। এর ১০ মিনিট পর রদ্রিগোর বদলি হিসেবে নামেন মদ্রিচ। যদিও কোনো গোল-অ্যাসিস্ট করতে পারেননি তিনি, আর গোল পায়নি রিয়াল মাদ্রিদও।

সুপার কাপে রিয়াল মাদ্রিদের এটা ষষ্ঠ শিরোপা। এ শিরোপা দিয়েই রিয়াল মাদ্রিদ ইতিহাসে সবচেয়ে ট্রফি জেতা প্লেয়ার বনে গেলেন মদ্রিচ। ক্রোয়াট তারকা জিতলেন রিয়াল ক্যারিয়ারের ২৭তম ট্রফি। নাচো ফার্নান্দেজের মতো এতদিন তার নামের পাশে ২৬টি ট্রফি ছিল।