চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি- টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি- টোয়েন্টি খেলায় বাংলাদেশ নারী দল ২০ রানে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৫ উইকেটে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (২৭ অক্টোবর) পাকিস্তানকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। ১২১ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১০০ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস আসে স্বর্ণা আক্তারের ব্যাটে। ২২ বলের অপরাজিত ইনিংসে সমান একটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ওপেনার মুর্শিদা খাতুন করেন ২০ রান। আরেক ওপেনার শামিমা সুলতানা ১৩ বলে দুই চার ও এক ছক্কায় করেন ১৮ রান। এছাড়া মোসতারি ১৬, নিগার সুলতানা ১০, রিতু মনি ১৯ রান করেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন দিয়ানা বাইগ।

জয়ের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশের নিখুত বোলিংয়ের সামনে। টপ অর্ডারের পাঁচ ব্যাটার ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। লড়াইটা করেছেন শুধু ওয়ান ডাউনে নামা বিসমাহ মারুফ। ৪৪ বলে দুই চারে সর্বোচ্চ ৩০ রান করা এই ব্যাটার স্টাম্পিংয়ের শিকার।

লোয়ার অর্ডারে ইরাম জাভেদ করেন ১৫ রান। ১৪ রানে অপরাজিত থাকেন উম্মে-ই হানি। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও রাবেয়া খান। মারুফা আক্তার ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন স্বর্ণা আক্তার।

আগামী রবিবার (২৯ অক্টোবর) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।