উড়িষ্যার ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। এবার তিনি নিজেই বালেশ্বরের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। শনিবার (৩ জুন) সেখানে পৌঁছানোর পর দুর্ঘটনাস্থলেই জরুরি বৈঠক করবেন মোদী, দেখা করবেন আহতদের সঙ্গে। এদিকে, এ ঘটনায় উড়িষ্যায় একদিনের শোক ঘোষণা করেছে রাজ্য সরকার।
এছাড়া আজ(৩ই জুন) সরকারি সব অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এ তথ্য জানিয়েছেন।
এদিকে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে।
স্থানীয় সূত্র বলছে, দুর্ঘটনা ও তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ নিচ্ছেন নরেন্দ্র মোদী। শুক্রবার (২ জুন) রাতে টুইট করে শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি। কথা বলেন কেন্দ্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। শনিবার সকালেই ঘটনাস্থলে যান অশ্বিনী বৈষ্ণবসহ রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা। একই সময়ে দুর্ঘটনাস্থলে যানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরও।
রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা জানিয়েছেন,গতকাল (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে উড়িষ্যার বালেশ্বরের কাছে কলকাতার হাওড়া থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের অন্তত ১৫টি বগি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে পড়ে যায়। সে সময় অন্য দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট ট্রেনটি লাইনচ্যুত বগিগুলোকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। একটি মালবাহী ট্রেনও সেখানে দুর্ঘটনায় পড়ে। ভয়াবহ এ দুর্ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ২৩৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।