ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে এখনও কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধ হয়ে পড়েছে বেশি কিছু এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি।  এখনও অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। ঘূর্ণিঝড়ে সেখানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

ভারতীয় সংবাদমাধ্যগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কয়েকটি এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। ঝড়ের সময় একটি বাড়ির কার্নিশ ভেঙে আরও একজন মারা গেছেন। ঝড়ের মধ্যে মৌসুনি দ্বীপে রেণুকা মণ্ডল নামে ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, বৃষ্টির কারণে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিট, উল্টোডাঙ্গা, বালিগঞ্জ, ঢাকুরিয়া, শ্যামবাজার ও বড় বাজারের বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। কলকাতা শহরের বাইরে হাওড়ার সালকিয়া, টিকিয়াপাড়া, লিলুয়ার বিভিন্ন এলাকাও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
দিঘা, রামনগর থেকে খেজুরিসহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় রেমালের প্রভাবে কমবেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোমবার বিকেলের পর দিঘায় সমুদ্র কিছুটা শান্ত হলেও আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা।
 
বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরসহ ৭ জেলায় ভারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।