ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৩৪ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছে। আজ (শনিবার) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়ার কোস্টগার্ডের ধারণা অভিবাসী নিয়ে ইতালি যাচ্ছিল নৌকাটি। পথে প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এসময় তারা সাগরে ভাসতে থাকা অনেককে উদ্ধার করেন। তবে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজরা সবাই সাব সাহারা অঞ্চলের অধিবাসী। তবে নৌকায় ঠিক কতজন যাত্রী ছিল তা জানাতে পারেনি কোস্টগার্ড। এ নিয়ে গেল দুই দিনে পাঁচটি অভিবাসী বোঝাই নৌকা ডুবির ঘটনা ঘটল। এতে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজের সংখ্যা সবমিলিয়ে ৬৭।

উল্লেখ্য, ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আফ্রিকানদের কাছে তিউনিসিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেশটির উপকূল থেকে অনেকেই নৌকায় ভেসে ইতালিতে যাওয়ার চেষ্টা চালায়। ইতালি সরকারের কড়াকড়ির পরও দেশটি অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে হিমশিম খাচ্ছে।