ঝড় ট্রমির তান্ডবে বিপর্যস্ত ফিলিপিন্সের উত্তর-পূর্বাঞ্চল। এর প্রভাবে এখন পর্যন্ত ৮২ জনের প্রাণহানি হয়েছে। দেড় লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লাখের বেশি মানুষ। এখনো বন্ধ রয়েছে দেশটির সব সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। ভারী বৃষ্টিতে বহু এলাকায় ভূমিধস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড়টি আবারও শক্তি সঞ্চয় করে ফিরতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এই বছর ফিলিপাইনে আঘাত হানা ১১তম এবং সবচেয়ে প্রলয়ঙ্করী ঝড়গুলোর মধ্যে এটি একটি।
শুক্রবার বিকেলে ঝড়টির সর্বশেষ পর্যবেক্ষণে দেখা যায়, উত্তর-পশ্চিম ফিলিপাইন প্রদেশ ইলোকোস সুরের পশ্চিমে দমকা হাওয়া সহ এটি ভিয়েতনামের দিকে ৩০ কিমি/ঘন্টা (১৯ মাইল) বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। তাই ভিয়েতনামে ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। প্রধানমন্ত্রী ফাম মিন চিন উপকূলীয় প্রদেশগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।