রবিবার রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ছাড়ার কথা ছিল মুশফিক-মাহমুদউল্লাহদের। কিন্তু ক্রিকেটারদের যথাসময়ে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ওমানের রাজধানী মাসকট এখন ঘূর্ণিঝড় ‘শাহীন’ এর কবলে। তাই নির্ধারিত সময়ে বাংলাদেশ দলের ওমান যাত্রা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ওমানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ‘ঝুঁকি এড়াতে ও বিমানবন্দরে কাজ নির্বিঘ্নে চালনার জন্য মাসকট বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ও আগমনের অপেক্ষায় থাকা সব বিমানের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।’

তবে বিসিবি সূত্রে জানা গেছে, এখনও ফ্লাইট আগের সময়েই আছে। তাদের আশাবাদ ফ্লাইট কিছুটা বিলম্বিত হলেও নির্ধারিত দিনেই যাত্রা করা সম্ভব হবে। সবকিছুই নির্ভর করছে ঘূর্ণিঝড়ের প্রকোপের অবস্থার ওপর।

মাসকট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দর কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর জানা যাবে, বাংলাদেশ দল আজ ওমানের উদ্দেশে রওনা করবে কিনা।

সূচী অনুযায়ী, ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশের অনুশীলন। চার দিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার অনুশীলন শুরু করবে। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ খেলে পরদিন তারা ওমানে ফিরে আসবে।

১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। বাছাই পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওয়ানা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।