চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

আজ শনিবার নগরীর কোতোয়ালী থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ঘটনার তিনদিন পর এ মামলাটি দায়ের করেন।

এছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপরে হামলা, ভাঙচুরের অভিযোগ ১১৬ জনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় আরও একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই খানে আলম।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা।