চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে একই পরিবারের চারজন নিহত হন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাজল রেখা (২৫), নূরজাহান (৫০), শিরিনা (২৫) ও সাত মাসের শিশু নিহাত। তারা সবাই একই পরিবারের সদস্য। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতের স্বজনরা জানান, সীতাকুণ্ড টেরিয়াল থেকে দাওয়াতে অংশ নিত খৈইয়াছড়া ঝরণা এলাকায় যান তারা। পথে ঝরনায় যাওয়ার মুখে সিএনজি গাড়ি দাঁড়ালে পিছন থেকে ট্রাক ধাক্কা দিয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে এলাকাবসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।