চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত মুজিব শতবর্ষ প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশ নেয়া চট্টগ্রাম আবাহনী লিমিটেডের নতুন ক্রিকেট কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ক্লাব প্রাঙ্গনে পরিচালনা পরিষদের সভায় ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সেরাজ ফোর এইচ স্পোর্টস অ্যাকাডেমির ফাউন্ডার প্রেসিডেন্ট ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সহসভাপতি গাওহার সিরাজ জামিলকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

ক্রিকেট কমিটির সম্পাদক হিসেবে ফোর এইচ গ্রুপের পরিচালক কামরুল হাসানের নাম নির্বাচিত করা হয়।

কমিটিতে টিম ম্যানেজার নির্বাচন করা করা হয়েছে ফোর এইচ গ্রুপের কর্মকর্তা ও সেরাজ ফোর এইচ স্পোর্টস অ্যাকাডেমির সিনিয়র ম্যানেজার এম তারেকুল হককে। এছাড়া, সহকারী ক্রিকেট সম্পাদক হিসেবে চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তা এসএম ইকবালে মোরশেদকে নির্বাচিত করা হয়।

নির্বাচিত হওয়ার পর ক্রিকেট কমিটির চেয়ারম্যান গাওহার সিরাজ জামিল নতুন ক্রিকেট কমিটি নিয়ে চট্টগ্রাম আবাহনী প্রতিবারের ন্যায় এবারও ক্রিকেটে আরও ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন।