নাঈম ইসলামের জোড়া আঘাতের পর চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে স্বস্তিতে বাংলাদেশ দল। টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে লঙ্কানরা করেছে ৭৩ রান।

টস জিতে আগে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। সকালে দেখেশুনে শুরু করেন দুই ওপেনার ওশাদা ফার্নান্দো এবং দ্বিমুথ করুণারত্নে। দুই পেসার শরীফুল ও খালেদ আহমেদকে ভালোই সামাল দিচ্ছিলেন তারা। তবে বিপত্তি বাধে ইনিংসের সপ্তম ওভারে।

দীর্ঘদিন পর দলে ফেরার নাঈম ইসলাম নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লঙ্কান অধিনায়ক করুণারত্নেকে। দলীয় রান তখন ২৩। এরপর প্রতিরোধ গড়েন ওশাদা এবং কুশল মেন্ডেস। দেখেশুনে তারা দলকে এগিয়ে নিতে থাকেন।

তবে এবারও লঙ্কানদের অশ্বস্তিতে ফেলেন সেই নাঈম। ২২তম ওভারের দ্বিতীয় বলে তিনি ফেরান ৭৬ বলে ৩৬ রান করা ওপনার ওশাদাকে। এরপর প্রথম সেশনে আর খেলা হয়েছে তিন ওভার। ২৪ ওভার শেষে লাঞ্চ বিরতি ঘোষণা করেন আম্পায়ার।

এর আগে, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আজ রোববার (১৫ই মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় খেলা শুরু হয়।

বাংলাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (ডাব্লু), রমেশ মেন্ডিস, অসিথা ফার্নান্দো, লাসিথ এমবুলদেনিয়া, বিশ্ব ফার্নান্দো।