চলতি মাসেই রাশিয়া সফরে যাবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। জানা গেছে অস্ত্র সরবরাহর বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করবেন তিনি।

স্থানীয় সময় সোমবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে, দেশটির গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ। এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করতে মস্কোয় অস্ত্র সরবরাহ করবে উত্তর কোরিয়া। আর এ নিয়েআলোচনা করবেন এই দুই নেতা।

জানা গেছে, পিয়ংইয়ং থেকে অস্ত্রে সজ্জিত ট্রেনে রুশ শহর ভ­াদিভোস্টতে যেতে পারেন কিম। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করে নি মস্কো এবং পিয়ংইয়ং। যদিও রাশিয়াকে অস্ত্র সরবরাহের মতো যেকোনও পরিকল্পনার বিরুদ্ধে পিয়ংইয়ংকে আগেই সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় অন্ত্র বিক্রি করলে নিষেধাজ্ঞায় পড়তে হবে বলেও বার্তা দেয়া হয়েছে।

বিমান নয়, বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়া যাওয়ার কথা কিমের। পিয়ংইয়ং থেকে বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ার ভ্লাদিভস্তক পর্যন্ত যাওয়ার কথা উত্তর কোরিয়ার একনায়কের। সেখান থেকে সড়কপথে তিনি যেতে পারেন মস্কো। মার্কিন প্রশাসন সূত্রে নিউ ইয়র্ক টাইমস এমনই তথ্য পেয়েছে বলে দাবি করেছে। তবে উত্তর কোরিয়া এবং রাশিয়া কোনো দেশই এবিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি।

ইউক্রেন যুদ্ধে বিপুল পরিমাণ অস্ত্র প্রয়োজন হচ্ছে রাশিয়ার। মার্কিন গোয়েন্দারা এর আগে দাবি করেছিলেন, চীনের কাছ থেকে অস্ত্র কিনছে রাশিয়া। এবার তাদের দাবি উত্তর কোরিয়ার কাছ থেকে তারা অস্ত্র কিনবে। অস্ত্রের আলোচনা করতেই কিম রাশিয়া যাচ্ছেন।