নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে রাশিয়ার নভোযান ‘লুনা-২৫’। এর মাধ্যমে ব্যর্থ হলো গত প্রায় ৫০ বছরের মধ্যে দেশটির প্রথম চন্দ্রাভিযান। তবে এতে কোনও মানুষ ছিল না। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
রুশ মহাকাশ সংস্থা রসকসমস এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের কারণে বিধ্বস্ত হয়েছে।
রসকসমস বলছে, ‘স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৫৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ১১:৫৭) লুনা-২৫ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। প্রাথমিক অনুসন্ধান অনুসারে, চন্দ্রপৃষ্ঠের সঙ্গে ল্যান্ডারটির সংঘর্ষ হয়। এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নভোযানটির সঙ্গে ১৯ ও ২০ আগস্ট যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।’
মহাকাশ সংস্থাটি বলছে, কি কারণে সংঘর্ষ হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে। এ ছাড়া প্রযুক্তিগত কোনো সমস্যা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।’
রাশিয়া সর্বপ্রথম ও সর্বশেষ চন্দ্র অভিযান পরিচালনা করেছিল ১৯৭৬ সালে। তবে, সম্প্রতি মহাকাশ কর্মসূচি পুনরায় শুরু করার জন্য জোর দিচ্ছে মস্কো। আর এ জন্যই লুনা-২৫ অভিযান নিয়ে বেশ আশা ছিল রাশিয়ার।
বিবিসির তথ্য মতে, গত ১১ আগস্ট রাশিয়ার পূর্ব আমুর অঞ্চল থেকে লুনা-২৫ উৎক্ষেপণ করা হয়। ৮০০ কিলোগ্রাম ওজনের লুনা-২৫ চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরু প্রান্তে সফলভাবে অবতরণ করে, যা ছিল রাশিয়ার ইতিহাসে প্রথম।
লুনা-২৫ অভিযান সফল না হওয়ার কথা আগেই জানিয়েছিলেন রসকসমস প্রধান ইয়ুরি বরিসভ। গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে রসকসমস প্রধান বলেছিলেন, ‘এই অভিযান সফল হওয়ার সম্ভাবনা মাত্র ৭০ শতাংশ।’