ভারতের ‘চন্দ্রযান থ্রি’-এর ল্যান্ডার ‘বিক্রম’-এর চাঁদের কাছাকাছি অবস্থান করছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার গভীর রাতে চাঁদের পথে শেষ কক্ষপথে পৌঁছে গিয়েছে বিক্রম। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানায়, চাঁদকে ঘিরে এখন শেষ কক্ষপথে অবস্থান করছে ল্যান্ডার বিক্রম। এটি চাঁদের থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে রয়েছে।

সংস্থাটির দাবি এখন পর্যন্ত ল্যান্ডারটি ভালোভাবে কাজ করছে এবং চন্দ্রপৃষ্ঠে অবতরণের পথে যাবতীয় পরিকল্পনা সফল হয়েছে। বৃহস্পতিবার চন্দ্রযান থ্রি থেকে ‘বিক্রম’ আলাদা হওয়ার পরই চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৩শে আগস্ট ল্যান্ডারটি চাঁদের মাটি স্পর্শ করবে বলে আশা করছে ইসরো।

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ করা হয়। এই চন্দ্র অভিযান সফল হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে মহাকাশযান অবতরণে নাম উঠে আসবে ভারতের।