চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। আহত হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বা পাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ কাউসার হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাত সাড়ে তিনটার দিকে ৬-৭ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় বিএসএফ গুলি চালায়। এতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।












