আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদ্য ঘোষিত টেস্ট র‌্যাংকিংয়ের অলরাউন্ডার পজিশনে চার নম্বরেই আছেন সাকিব আল হাসান। তবে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দুই নামিয়ে শীর্ষে উঠে গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জেসন হোল্ডার।

সবশেষ মোহালিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ও নয় উইকেটের দুর্দান্ত কীর্তির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে হটিয়ে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু এক সপ্তাহের বেশি সিংহাসনে থাকতে পারলেন না ভারতীয় এ অলরাউন্ডার।

বুধবার প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে জাদেজাকে দুয়ে ঠেলে ফের চূড়ায় উঠে এসেছেন হোল্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের মুকুট ফিরে পেলেন তিনি।

অন্যদিকে বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্ট ভারত আড়াইদিনে জিতলেও জাদেজার তেমন কোনো অবদান ছিল না। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই চারে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বেঙ্গালুরু টেস্টে আট উইকেট নেওয়ায় টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন জাসপ্রিত বুমরা। ছয় ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন ভারতীয় পেসার।

একই ম্যাচে শতক হাঁকানো শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুণারত্নে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠেছেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম উঠেছেন আটে। বিপরীতে পাঁচ থেকে নয়ে নেমে গেছেন ভারতের বিরাট কোহলি।