প্রায় তিন মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মিরপুর-১০ মেট্রো স্টেশন। বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে ২ মাস ১৭ দিন বন্ধ ছিল।
আজ মঙ্গলবার (১৫ই অক্টোবর) সকালে সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান স্টেশনটি চালুর উদ্বোধন করেন। সকাল থেকে স্টেশনটি থেকে যাতায়াত করতে পারায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।
এর ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুনরায় যাত্রীসেবা পাবেন সাধারণ মানুষজন। স্টেশনটি এই মুহূর্তে চালু করার জন্য এক কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে। সর্বমোট ব্যয় হবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা। বিভিন্ন স্টেশন থেকে যন্ত্রপাতি এনে স্টেশন চালু করা হয়েছে। সেসব যন্ত্রপাতি কেনার জন্য সর্বমোট ব্যয় হবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা।
সড়ক উপদেষ্টা বলেন, মেট্রো স্টেশনে ছাত্ররা হামলা করেনি। এখানে যারা হামলা করেছে তারা দুষ্কৃতকারী। সিসিটিভি দেখে তাদের ফুটেজ আইজিপির কাছে পাঠানো হয়েছে যাতে তাদের ধরা হয়।