রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসকের জামিন হওয়ায় সারাদেশে ব্যক্তিগত চেম্বার ও অস্ত্রোপচার বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন সোহাগের আদালতে দুই চিকিৎসকের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানার জামিন মঞ্জুর করেন।

দুই চিকিৎসকের জামিন মঞ্জুর হওয়ায় চিকিৎসকদের প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ থেকেই চিকিৎসকেরা প্রাইভেট চেম্বারে রোগী দেখবেন।

অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি বাংলাদেশ (ওজিএসবি) এর ডাকে সোমবার থেকে সারাদেশে বেসরকারি হাসপাতালে অপারেশন ও প্রাইভেট চেম্বারে রোগি দেখা বন্ধ রাখেন চিকিৎসকরা। তবে, গ্রেফতার চিকিৎসকরা জামিন পাওয়ায় সেই কর্মসূচি থেকে চিকিৎসকরা সরে এসছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মঙ্গলবার বিকাল থেকেই প্রাইভেট চেম্বারে রোগি দেখা শুরু হবে বলে জানান তিনি।

দুই চিকিৎসকের মুক্তির দাবিতে বেশ কিছুদিন ধরে চিকিৎসকরা আন্দোলন করে আসলেও শেষমেষ দুই দিন চেম্বার ও অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্তে বিপাকে পড়ে চিকিৎসাপ্রার্থী মানুষেরা।

চিকিৎসক গ্রেপ্তার ইস্যুতে অন্য সব আন্দোলনে একাত্মতা পোষণ করলেও রোগীদের জিম্মি করে ওজিএসবি ঘোষিত এ কর্মসূচিতে নিজেদের বিবেকের কাছেই বিব্রতবোধ করেছেন অসংখ্য চিকিৎসক। এদিকে, নিজেদের নাম জড়িয়ে এমন কর্মসূচি ঘোষণাকে ‘হঠকারী সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

তবে, চিকিৎসকদের এই কর্মসূচি স্থগিতের ঘোষণায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।