বাংলাদেশের অত্যন্ত আলোচিত অভিনেত্রী চিত্রনায়িকা পরীমণি। আজ তার জন্মদিন। ৩২ পেরিয়ে জীবনের ৩৩ বসন্তে পা রাখলেন তিনি। তার ক্ষেত্রে বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে গ্ল্যামারার্স অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। নজরকাড়া গ্ল্যামার আর মিষ্টি হাসির কারণে ঢাকাই সিনেমাপ্রেমীদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছেন তিনি। সিনেমা হিট হোক বা না হোক ব্যক্তি জীবনে তিনি থেকেছেন আলোচনায়।
পরীমণি ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন। এর পর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’ সহ বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ দেখা গেছে তাকে। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন একটি সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব।

আজ পরীমণির জন্মদিন। প্রতি বছর তার জন্মদিনে একেক রঙের ওপর থিম করে আয়োজন করেন। বিপদের সাথীদের নিয়েই বিশেষ দিনটি কয়েক বছর ধরে পালন করে আসছিলেন পরী। তবে গত দুই বছর ধরে সেই নিয়মে পরিবর্তন এনেছেন। এবার আর পাঁচ তারকা হোটলে নেই নায়িকার জন্মদিনের আয়োজন। এমনকি জীবনের বিশেষ এই দিনে তিনি থাকছেন না দেশে। প্রথমবার জন্মদিনে দেশে নেই পরীমণি। জন্মদিনের একদিন আগে ডানাকাটা পরী উড়াল দেন মালয়েশিয়ায়। সেখানেই কাটবে তার এবারের জন্মদিন। ১০ দিনের ট্যুরে দুই সন্তান নিয়ে মালয়েশিয়া গেছেন তিনি।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, জন্মদিন সবার জীবনে বিশেষ একটি দিন। এই দিনটি সবসময় চেষ্টা করি একটু আলাদাভাবে পালন করতে। তবে এবার দেশে আয়োজন রাখিনি। তাই সন্তানদের নিয়ে অবকাশ যাপনে এসেছি। কাজের ব্যস্ততার কারণে সেভাবে ভ্রমণের সুযোগ হয় না। এবার কাজের চাপ কিছুটা কম থাকায় ১০ দিনের ছুটিতে আছি। জন্মদিনে একটাই চাওয়া, সবাই আমার জন্য দোয়া করবেন।

ছোটবেলা থেকে নানা শামসুল হক গাজীর কাছেই মানুষ বড় হয়েছেন পরীমণি। তার হাত ধরেই জন্মদিনের কেক কাটতেন। নানার মৃত্যু ও পরবর্তীতে সন্তান হওয়ার পর ছেলে-মেয়ের জন্মদিন বড় করে আয়োজন করলেও নিজের জন্মদিনে জৌলুসপূর্ণ আয়োজন করেন না এই চিত্রনায়িকা।
পরীমণি তার ব্যক্তিগত জীবনকে আগের মতোই উদযাপনের মধ্যে রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। ব্যস্ত রেখেছেন নতুন নতুন সিনেমার শুটিংয়েও। সমানতালে এগিয়ে যাচ্ছেন পরী। দর্শকের মনে স্বপ্নজাল ছড়ানো নায়িকা পরীমণি। নায়িকা ছাড়াও আরেকটি রূপ আছে তার। তিনি তার জন্মদিন ভাগ করে নেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে, ঈদের আনন্দ বিলিয়ে দেন অসচ্ছল সহশিল্পীদের জন্য। ইচ্ছে পূরণ পরীর মতো বিলিয়ে দেন আপন অন্তরের আলো। আর সেই আলোতেই যেন আরও বেশি রূপসী তিনি।
এ বছর জন্মদিনে তিনি দেশে থাকবেন না। তাই আগেভাগেই কেক কেটে উদযাপন করেছেন জন্মদিন। এ সময় পরীর পাশে ছিলেন অর্ক নামে এক ব্যক্তি। ছবি প্রকাশ করার পর অর্ক সম্পর্কে জানতে চান অনেকেই। কেউ কেউ জানতে চান- কী সম্পর্ক তার সঙ্গে। পোস্টে অবশ্য সে কথার উত্তর দিয়েছেন পরীমণি।
ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, ‘অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকায় একাই থাকেন অর্ক, আর তাদের বাসাও একই এলাকায়। ও (অর্ক) খুব ভালো রান্না করে। মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। আমার কাছে ১২ মাস ওর ছোট ছোট অনেক আবদার থাকে। তেমনি এক আবদারে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা।’ পোস্টে অর্ককে ভাই সম্বোধন করে ধন্যবাদ জানান পরীমণি। একটি ভালোবাসার ইমোজিজুড়ে দিয়ে পরীমণি উল্লেখ করেন, ‘এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।’












