অনলাইন ডেস্ক: ডি-মারিয়ার বিদায়ের রাতে চিলির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের প্রাণভোমরা লিওনেল মেসির অনুপস্থিতিতে খুব বড় প্রভাব ফেলতে পারেনি আর্জেন্টিনা দলের খেলায়। চিলির বিপক্ষে জিতেছেও হেসে-খেলে।

ম্যাচটিতে সবাই যেন ডি-মারিয়ার জন্যই খেলতে নেমেছিলেন। আগেই চূড়ান্ত হয়েছিলো, মাঠে না নামলেও, ডিমারিয়াকে এই ম্যাচে সংবর্ধণা দেবে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। তবে সংবর্ধনার চেয়েও বড় কিছু তো দলের জয়।

ম্যাচের শুরুটা প্রত্যাশামত করতে পারেনি আর্জেন্টিনা। প্রথামার্ধে নিজেদের গুছিয়ে নিতে বেশ খানিকটা সময় নিয়েছে তারা। সেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে চিলি। তবে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্রয়ে।

বিরতি থেকে ফিরে ধার বাড়ায় আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে প্রথমবার গোলের দেখা পায় তারা। আলভারেজ চলতি বলই ক্রস করেন চিলির গোলপোস্টের সামনে। সেখান থেকে ম্যাক অ্যালিস্টার শট নিয়ে গোল করেন। ৮৪তম মিনিট আর্জেন্টাইনদের হয়ে দ্বিতীয় গোল করেন আলভারেজ। চিলির বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে জালের দেখা পান তিনি। অতিরিক্ত সময়ের খেলায় ব্যবধান আরও বাড়ান ম্যাক অ্যালিস্টারের জায়গায় ৭৯ মিনিটে বদলি হয়ে নামা দিবালা। মেসির ১০ নম্বর জার্সি পরে আজ খেলেছেন তিনি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।