চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইট সোমবার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি বেইজিং সময় সন্ধ্যা ৬টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। খবর বাসসের

বুধবার চীনের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক এবং প্রেসিডেন্ট শি জিংপিং এর সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই সফরে চীনের সাথে বিভিন্ন বিষয়ে ২০টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার, চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। পরে বেইজিংয়ের সাংগ্রী লা হোটেলে বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে তিয়েনানমেন স্কয়ারে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা।

সফরের তৃতীয় দিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের স্টেট কাউন্সিলর প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এসময় দুদেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতার জন্য ২০টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে। একইদিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বৈঠক হবে।

এই সফরে সফরে দু’দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব থেকে দ্বিতীয় ধাপে নেয়ার যৌথ ঘোষণা আসতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।