মালদ্বীপ একটি প্রতিরক্ষা সহায়তা চুক্তি করেছে চীনের সঙ্গে। এই চুক্তির আওতায় চীন মালদ্বীপকে বিনামূল্যে সামরিক সহায়তা দেবে। ধারণা করা যায়, এতে চীন-ভারত দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হবে। সোমবার (০৪ মার্চ) মালদ্বীপের রাজধানী মালেতে দুই দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এই সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছেন মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসসান মামুন ও চীনের আন্তর্জাতিক সামরিক সহায়তা বিভাগের উপ-পরিচালক মেজর জেনারেল জং বাওচন।
মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, ‘প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসসান মামুন ও গণপ্রজাতন্ত্রী চীনের আন্তর্জাতিক সামরিক সহায়তা বিভাগের উপ-পরিচালক মেজর জেনারেল জং বাওচন দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে মালদ্বীপকে বিনামূল্যে সামরিক সহায়তা দিতে একটি চুক্তিতে সই করেছেন।’ তবে চীন কী ধরনের সহায়তা দেবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি মালে।
ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কের টানাপোড়েন চলছে বিগত কয়েক মাস ধরেই। এরই মধ্যে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষর করলো দেশটি। মূলত মোহাম্মাদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতের সাথে সম্পর্কের ফাটল ধরে মালদ্বীপের। পাশাপাশি মালে সখ্যতা গড়ে তোলে চীনের সাথে।