চীনের সাংহাইয়ে একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিনজন নিহত হয়েছেন। সোমবারের (৩০ সেপ্টেম্বর) এই হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) এক বিবৃতিতে চীনের সংজিয়াং ডিস্ট্রিক্টের পুলিশ এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি, ডয়চে ভেলের।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চীনা পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম লিন বলে জানানো হয়েছে। ব্যক্তিগত অর্থনৈতিক বিরোধের কারণে ক্ষোভ থেকেই তিনি সাংহাইতে এসেছিলেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর তিনজনের মৃত্যু হয়। এছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানানো হয়েছে।

গত কয়েক বছরে চীনে এমন হামলার ঘটনা বাড়ছে৷ স্কুলের শিশুরা এসব হামলায় প্রায়ই লক্ষ্যবস্তু হয়ে থাকে৷ সেপ্টেম্বর মাসে দেশটির দক্ষিণাঞ্চলের সেনজেন শহরের একটি স্কুলের বাইরে ছুরি হামলায় এক জাপানি শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হন৷ তার আগে গত জুন মাসে চীনের পূর্বাঞ্চলীয় সুঝৌ শহরে দুই জাপানি নাগরিকের উপর হামলার ঘটনা ঘটে।