সাম্প্রতিক চীন সফরে নিয়ে আগামীকাল রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ই জুলাই) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছে, রোববার বিকাল ৪টায় গণভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে ৮ই জুলাই চারদিনের সফরে বেইজিং যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকাল মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) চীনের বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইং-এ বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ক বিশ্ব সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান শেখ হাসিনা। এছাড়াও এসময় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চীনের বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইং-এ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। স্বাক্ষর হওয়া সমঝোতাগুলোর মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ আরও বেশ কিছু বিষয়।
এর পর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চার দিনের দ্বিপক্ষীয় সফর শেষে বৃহস্পতিবার(১১ই জুলাই) দেশে ফেরার কথ থাকালেও বুধবার (১০ই জুলাই) রাতে বেইজিং সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।