চুয়াডাঙ্গায় চলন্ত ভটভটি থেকে নামিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে রুবেল হোসেন (৩২) ও একই এলাকার আলী হোসেনের ছেলে নাজিম উদ্দিন (৩০)। এ বিষয়ে সোমবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে বিল্লাল হোসেন নামে একজন পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী নারী বুজরুকগড়গড়ি এলাকায় খেজুরগুড় কিনতে আসেন। সেখান থেকে পাখিভ্যানে বাড়ি ফেরার পথে পৌর এলাকার সুমিরদিয়া সড়কের নীলারমোড় এলাকায় পাখিভ্যানের গতিরোধ করে অভিযুক্তরা।
তাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় পাশের একটি আমবাগানে। সেখানে তিন অভিযুক্ত পালাক্রমে ধর্ষণ করে তাকে। পরে রাত ১২টার দিকে ওই নারীকে বাড়ি পৌঁছে দেয় ধর্ষণকারীরা। এসময় তারা ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি-ধামকি দিয়ে যায়। এ ঘটনার পর প্রাণভয় ও লোকলজ্জায় দুদিন কাউকে বিষয়টি জানাতে পারেননি ভুক্তভোগি নারী। পরে সোমবার রাতে সে চুয়াডাঙ্গা সদর থানায় এসে ঘটনার বর্ণনা দিয়ে মামলা দায়ের করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সোমবার রাতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।