প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজে যাওয়ার সব কার্যক্রম সহজ করা হয়েছে। ঘরে বসেই হজযাত্রীরা তাদের কার্যক্রম করতে পারছেন।
আজ বুধবার (৮মে) রাজধানীর আশকোনায় চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় হজযাত্রীদের কাছে নির্যাতিত ফিলিস্তিনের নাগরিক ও বাংলাদেশের সমৃদ্ধির জন্য দোয়া চান শেখ হাসিনা।
তিনি বলেন, মুসলিম বিশ্ব ঐকবদ্ধ হলে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হবে।
চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করতে ঢাকার উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
এ সময় হজ যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজযাত্রীরা নিজেদের অভিজ্ঞতার কথা জানান। বলেন, হজ কার্যক্রম ডিজিটাল হওয়ায় সুবিধা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হজের সকল কার্যক্রম সহজ করা হয়েছে। ভোগান্তি ছাড়াই সেবা নিচ্ছেন হজযাত্রীরা।
ইসলাম ধর্মের বিকাশে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ধর্মের নামের কেউ যেন জঙ্গিবাদ বা সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে সেদিকে দৃষ্টি রাখার আহবান জানান।
ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধ ও স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে সম্মিলিতভাবে কাজ করতে মুসলিম বিশ্বের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
পরে হজ কার্যক্রম ২০২৪ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে এবার ৮৫,২৫৭ জন হজে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬২ জন এবং বাকি ৮০,৬৯৫ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।