খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক খুঁজতে গিয়ে ডুবে রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমা (১৪) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তরুণী ও কিশোরী হলেন ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া এলাকার রূপায়ণ চাকমার মেয়ে রিয়া চাকমা (২০) ও বিদেশি চাকমার মেয়ে পিয়াসি চাকমা (১৪)। রিয়া চাকমা শারীরিক প্রতিবন্ধী।

পরিবারের বরাত দিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, রিয়া, পিয়াসিসহ পাঁচ মেয়ে চেঙ্গী নদীর পাড়ে শামুক সংগ্রহ করতে যায়। এ সময় রিয়া পানিতে পড়ে যান। তাঁকে বাঁচাতে নেমে পিয়াসিও ডুবে যায়। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্যরা বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে নদীতে জাল ফেলে ওই দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।