নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ১০ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দরে নাসিম ওসমান মডেল হাইস্কুল প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মরহুম নাসিম ওসমানের ছোট ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে ইমতিনান ওসমান  অয়ন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়াণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, বন্দর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ, নারায়াণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ্ নিজাম প্রমুখ।