ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ঢাকা ফিরে পাচ্ছে পুরনো চেহারা। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর অফিসগুলোতে বেড়েছে কর্মবস্ততা। যানজট কম থাকলেও শহরের রাস্তাঘাটে বেড়েছে যানবাহনের সংখ্যা।

রাজধানীর প্রায় সব সড়কেই রোববার সকালে ছিলো এমন চিত্র। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার সড়কগুলোতে বাড়তে থাকে যানবাহনের চাপ। মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত থেমে থেমে চলে গাড়ি। কোথাও কোথাও যানজটও হয়। যানজট আর প্রচণ্ড গরমে ভোগান্তি হলেও কাজে ফিরতে পেরে স্বস্তিতে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

ট্রাফিক পুলিশ বলছে, সবাই কর্মস্থলে ফেরায় সড়কে গাড়ি চাপ বেড়েছে। তবে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে।

এদিকে, রাজধানীর সরকারি-বেরসকারি অফিসগুলোতেও শুরু হয়েছে কর্মব্যস্ততা। তবে, ঈদের ছুটির পর পুরোদমে কার্যক্রম শুরু হলেও ব্যাংকগুলোতে গ্রাহকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। কর্মজীবীরা বলছেন, আগামী দুই একদিনের মধ্যেই পুরোদমে কর্মব্যস্ততা বাড়বে অফিস ও ব্যাংকগুলোতে।

জীবিকা ও কর্মের প্রয়োজেন যারা রাজধানীতে থাকেন তাদের বেশিরভাগই শনিবার রাতে রাজধানীতে ফিরেছেন। রোববার সকালেও অনেককে ঢাকায় ফিরতে দেখা যায়। ফলে মহাসড়কগুলোতে আজও ছিলো যানবাহনের বাড়তি চাপ।