টানা তৃতীয়বারের মত ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। তৃতীয়বারের মত তো বটেই সঙ্গে ছয় মৌসুমে পঞ্চম বারের মত শিরোপা জয়ের অর্জন নিজেদের করে নিলো পেপ গার্দিওলার শিষ্যরা।

একদিন আগে চ্যাম্পিয়ন হলেও সিটি তাদের শিরোপা উদযাপন করেছে রোববার রাতে। চেলসিকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পরের মুহূ্র্তটা স্মরণীয় করে রাখলো পেপ গার্দিওলার দল। স্প্যানিশ এই কোচের অধীনে টানা তিন ও ছয় বছরে পাঁচবার লিগে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টারের দলটি।

ইতিহাদের ঘরের মাঠে শুরু থেকেই ফুরফুরে ছিল চ্যাম্পিয়ন সিটি। শিরোপা নিশ্চিত করায় চেলসির বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়েছেন গার্দিওলা। শুরুর একাদশে ছিলেন না গোল মেশিন আর্লিং হল্যান্ড। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজের গোলে ১২ মিনিটেই লিড পেয়ে যায় সিটি। আরও একটি গোলও পেতে পারতেন তিনি। তবে ভিএআর দেখে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষদিকে আরও কয়েকটি আক্রমণ করে সিটি। তবে আর গোল হয়নি।

পুরো ম্যাচই ছিল উৎসবে মুখর। আগেই শিরোপা জেতায় ম্যাচের শুরুতে সিটিকে ‘গার্ড অব অনার’ দেয় চেলসি। আর শেষ বাঁশি বাজার পর তো হাজারখানিক দর্শকের উপচে পড়া ভিড়। সবারই লক্ষ্য শিরোপা উৎসবে শামিল হওয়া।

এই জয়ের পর ৩৬ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।