চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির সাথে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। আগের লেগে রিয়ালের মাঠ থেকে একই ব্যবধানে হার নিয়ে ফিরেছিল চেলসি। ফলে দুই লেগেই দাপুটে জয় নিয়ে শেষ চারে উঠে গেল রিয়াল।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরুতে সুবিধা নিয়ে এগিয়ে যেতে চেয়েছিল চেলসি। আক্রমণেও তারা অনেকটা এগিয়ে ছিল। দশম মিনিটে ১২ গজ বক্সে বল পেয়েও কাজে লাগাতে পারেননি চেলসির মিডফিল্ডার কন্তে। অল্পের জন্য তার ভলি দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
এর ঠিক দশ মিনিট পর প্রথম সুযোগ পায় রিয়াল। দানি কারবাহালের কাছ থেকে বল পেয়ে ডান পায়ে দারুণ শট নিয়েছিলেন রদ্রিগো। কিন্তু ব্রাজিলিয়ান তরুণ তারকার শট কাছের পোস্টে লেগে বাইরে বেরিয়ে যায়।
প্রথমার্ধের শেষ মিনিটে চেলসিকে গোলবঞ্চিত করেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। জেমসের নিচু ক্রসে ছয় গজ বক্সে বল পেয়েছিলেন মার্ক কুকুরেলা। কিন্তু তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে চেলসির কপাল পোড়ে রদ্রিগো গোলে। ৫৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বল ছয় বক্স থেকে জালে পাঠান রিয়ালের তরুণ স্ট্রাইকার। ম্যাচ থেকে তখনই একপ্রকার ছিটকে যায় চেলসি।
এরপর ৮০তম মিনিট স্বাগতিকদের জালে পেরেক ঠুকে রদ্রিগো। এবার ফেদেরিকো ভালভার্দে বক্সের ভেতরে বল পেয়েও নিজে শট না নিয়ে বাড়িয়ে দেন রদ্রিগোর দিকে; যা দারুণভাবে কাজে লাগান রদ্রিগো। চেলসি আর ঘুরে দাঁড়াতে পারেনি।