আগামী ছ’মাস দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ ‘জ্বালানি’। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার। আজ শনিবার (২৭শে আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘ওভারসিস করেসপনন্ডেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’- ওকাবের মিট দ্যা প্রেসে এসব বলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এসময় তিনি জানান, জ্বালানির ঘাটতি মেটাতে এখনই কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে না সরকার। বৈশি^ক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

সকলের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারস্পরিক যোগাযোগ জরুরি উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা নিয়ে আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী ৫ সেপ্টেম্বর ভারতে যাচ্ছেন। উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রাশিয়া যাবে শিগগিরই। এসব আলোচনায় সমাধান আসবে বলে আশা করছি।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আরও বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ মোটেও কমেনি। বরং এদেশে বিনিয়োগে অনেকে আগ্রহ প্রকাশ করছে।

জ্বালানি সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের বিষয়ে তিনি বলেন, সারা বিশ্বে এলএনজির দাম বেড়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে শিগগিরই এলএনজির দাম কমে আসবে বলে আমরা আশা করি। সেটি নাহলে সংকট আরও বাড়বে। এ ক্ষেত্রে বিদেশ থেকে এলএনজি আমদানি করে দেশের নিজস্ব গ্যাসের সঙ্গে যোগ করে ব্যবহার করা হবে।

ওকাবের সভাপতি কাদির কল্লোলের সঞ্চালনা করেন অনুষ্ঠানটি। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব নজরুল ইসলাম মিঠু। এ ছাড়া আলোচনায় অংশ নেন ওকাবের জ্যেষ্ঠ সদস্যরা।