আমর একুশে বইমেলা-২০২৪ এর দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলার প্রবেশ পথগুলোতে আগত মানুষ দীর্ঘ লাইন ধরে প্রবেশ করছেন। প্রত্যেক প্রবেশপথে দর্শনার্থীদের লাইন মেলা প্রাঙ্গণ ছাড়িয়ে বহুদূর পর্যন্ত চলে গেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বইমেলার প্রবেশ পথগুলো ঘুরে এই চিত্র দেখা গেছে।
এদিকে, সকালে শিশুপ্রহর মুখরিত হয় ক্ষুদে বইপ্রেমীদের পদচারণায়। তাদের প্রধান আকর্ষণ সিসিমপুর। হালুম, টুকটুকি, শিকু আর ইকড়ির সাথে খুশিতে মেতে ওঠে শিশুরা। অভিভাবকদের হাত ধরে স্টল থেকে স্টলে ঘুরে রঙ-বেরঙের বই সংগ্রহ করে ক্ষুদে পাঠকরা।
বিকেলে মেলায় জমে ওঠে সববয়সীদের ভিড়। পাঠক দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। প্রতিটি প্যাভিলিয়নেই ছিল পাঠকদের আনাগোনা। কেউ বই কিনছেন, কেউ হাতে নিয়ে দেখছেন আবার কেউবা প্রিয় লেখকের বই কবে আসবে এ খোঁজ নিয়েছেন।
মেলার বাকি দিনগুলো আরও বেশি জমজমাট হবে এমনটাই প্রত্যাশা প্রকাশক ও মেলা সংশ্লিষ্ট সবার।