আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নিজেদের দায় অপরের কাধে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। বিএনপি নেতারা নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে মিথ্যাচার করে যাচ্ছে।

তিনি বলেন বিএনপি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, তাই বিজয় লাভের নিশ্চয়তা ছাড়া নির্বাচনে অংশ নিতে চায়না।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বিএনপির শাসনামলে নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত ছিলো প্রধানমন্ত্রীর অফিসে। শেখ হাসিনা আইন করে নির্বাচন কমিশন স্বাধীন করেছেন, নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছেন।

বিএনপি নির্বাচনে যাবার জন্য এমন নির্বাচন কমিশন চায় যারা তাদের জেতার গ্যারান্টি দিবে। এই গ্যারান্টি না পেলে সব নির্বাচন তাদের কাছে সুষ্ঠু নয়, অগণতান্ত্রিক। তারা নির্বাচন বয়কট করেছে। তবে আন্দোলন করে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে। বিএনপি মনে করছে নতুন করে নিষেধাজ্ঞা দিবে কিনা, এসব তাদের উদ্ভট চিন্তা। বিএনপি ডোনাল্ড লুকে দিয়ে ক্ষমতার পালাবদল করবে কিনা এসব তারাই জানে। আওয়ামী লীগ এসব নিয়ে ভাবছে না বলে জানান তিনি।

বাংলাদেশ বিশ্বে উন্নয়নের বিস্ময়। বিএনপি নেতারা উন্নয়ন দেখেন না, মিথ্যাচার করে যাচ্ছেন। অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির আদর্শ। বিএনপির শাসনামলে ক্ষমতার বিকল্প কেন্দ্র ছিলো বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন দেশে গণতন্ত্র আছে বলেই এতো অপকর্ম করার পরেও বিএনপি কর্মসূচি পালন করতে পারছে।