বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, চট করে দেশে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়। আপনার বিচার করা হবে।

তিনি বলেন এই দেশের জনগণ শেখ হাসিনার বিচার করবে। সকল খুন গুমের বিচার হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন খালেদা জিয়া ৯৬ সালে ক্ষমতা হস্তান্তর করেছিল, কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগের নেতারা এখন গ্রেফতার হচ্ছে দুর্নীতি লুটপাট ও মানি লন্ডারিং এর অভিযোগে।

খালেদা জিয়ার দেশ পরিচালনা ও শাসন এবং আওয়ামী লীগের শাসন এক না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন সরকারের দায়িত্বশীল অনেকে নানা বক্তব্য দিচ্ছেন যা জনমনে প্রশ্নের সৃষ্টি হচ্ছে। জাতির সামনে এই বক্তব্যের ব্যাখা তুলে ধরতে হবে। আজীবন ক্ষমতায় থাকার কোনো চক্রান্ত সফল হবে না।

পরে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের গুরু দায়িত্ব গণতন্ত্র সুসংহত করতে হবে। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে মূল যে মেন্ডেট নির্বাচনের আয়োজন করতে হবে। প্রতিটি রাজনৈতিক দল সহযোগিতা করবে। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে।