মাঘের তীব্র শীতে কাঁপছে দেশ। ২৬ জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৪৮ জেলায়।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে কম।

এদিকে, তীব্র ঠান্ডায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। এর মধ্যে শিশু ও বয়স্করাই বেশি।

৬ বছরের শিশু আব্দুল্লাহ আল রাফি। শীতের দাপটে হেরেছে তার দূরন্তপনা। এক সপ্তাহ ধরে ঢাকার শিশু হাসপাতালের এই শয্যাই তার ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আসা তিন মাসের শিশু তোহা মনিরও বেহাল দশা। নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে নিতে হচ্ছে নেবুলাইজার।

এমন চিত্র শুধু ঢাকাতেই নয়, দেশের বেশিরভাগ এলাকাতেই জ্বর, নিউমোনিয়া, এজমা, ডায়রিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা হাসপাতালে ভর্তি হচ্ছে। এমন পরিস্থিতিতে পরিচ্ছন্নতাসহ শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ দিলেন চিকিৎসকরা।

এদিকে, মাঘের মাঝামাঝি সময়ে এসে রাজধানী ঢাকায় তাপমাত্রা বাড়লেও দেশের বেশিরভাগ এলাকায় শীত আরও বেড়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় অনেক এলাকায় বন্ধ রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল।  বর্তমানে রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা বিভাগসহ মোট ৪৮ জেলায় মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে এটাই এখন পর্যন্ত সর্বনিম্ন ।

তবে, আগামী দু’দিনে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানান এই আবহায়াওয়াবিদ। বুধবার থেকে কয়েকদিন বৃষ্টি ঝরতে পারে। এরপর ক্রমান্বয়ে বিদায় নেবে শীত।